নারীগণ সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সমাজকে সুন্দর ও কলুষিত মুক্ত করতে একজন আদর্শ মা এর বিকল্প নেই। কেননা, মায়ের চরিত্র সন্তানের উপর বাবা অপেক্ষা বেশি প্রভাব ফেলে। আমাদের সমাজে তাদের জন্য ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগ খুবই নগন্য, ফলে দিন দিন তারা হয়ে উঠেছেন বেপরওয়া। কাজেই তাদের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দিতে প্রতি শুক্রবার বাদ এশা তাদের জন্য সম্পূর্ণ পর্দার সাথে তরবিয়তি জলসার ব্যবস্থা রয়েছে। এটি পল্লবী ৩৫/এ আবুল কাসেম ভাইয়ের বাসার ২য় তলায় অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানটি সরাসরি সম্পধচার হয়।