সর্ব সাধারণের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিতে ও সকলকে সুন্নাহ ভিত্তিক জীবন গঠনে অভ্যস্ত করতে প্রতি শুক্রবার বাদ এশা আত্মশুদ্ধী মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চরিত্র গঠনমূলক এ অনুষ্ঠানটি খুবই ̧গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানটি সরাসরি সম্পধচার করা হয় এবং অডিও রেকর্ড পাওয়া যায়।