ক. প্রতিষ্ঠানের ছাত্ররা যেন দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে গিয়ে পড়াশুনা করে সফলতা অর্জন করতে পারে এ ব্যপারে তাদেরকে দক্ষ ও মানসম্মত করে গড়ে তোলা।
খ. শুধু শিক্ষা নয় বরং শিক্ষার পাশাপাশি আমল আখলাক তথা গোনাহ্ মুক্ত সুন্নতী জীবনে অভ্যস্ত হতে পারে সে দিক খেয়াল রাখা।
গ. ব্যক্তি স্বার্থে নয় ছাত্ররা যেন এই শিক্ষা দীক্ষার আলো সমাজে ছড়িয়ে দিতে পারে এবং জগত থেকে শিরক, বিদআত, কুসংস্কার ও সর্বধরনের ফিতনা নির্মূল করে সহীহ সুন্নাহর আলোকে গোটা দেশ আলোকিত করতে পারে সেই বাস্তব প্রশিক্ষণ দেওয়া।
ঘ. বাল্যকাল থেকেই ছাত্রদেরকে তাহাজ্জুদ, ইশারাক, চাশত, আওয়াবীন, জিকির ও ওজীফা পাঠ ইত্যাদিতে অভ্যস্ত করে তোলা।
ঙ. মাতৃভাষার পাশাপাশি আরবী ও ইংরেজি ভাষায় ছাত্রদেরকে দক্ষ করে গড়ে তোলা, যেন তারা আন্তর্জাতিক অঙ্গনে দীনের দাওয়াতে অংশগ্রহণ করতে পারে।